বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, সকাল ৭:১৩

ফুটবল খেলায় নগরকান্দায় দর্শকদের উল্লাস।

ডেইলি ক্রাইম বার্তা : অনেকদিন পরে ফুটবল খেলা হওয়ায় ফরিদপুর নগরকান্দায় দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতোন। রাজু, লিমন ও তাদের বন্ধু মহল কর্তৃক, মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। নগরকান্দা ফুটবল একাদশ ও সদরপুর বিশ্ব জাকের মন্জিল ফুটবল একাডেমির মধ্যেকার এই খেলায় হাজারো দর্শকের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মিরাজ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সামসুল হুদা হুদু, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মাহাবুব আহাদ, সহ সভাপতি বেলায়েত হোসেন লিটন, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান,পল্লী বিদ্যুৎ সমিতির সম্মানিত সভাপতি জাহাঙ্গীর ইকবাল সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, ধারা বর্ণনায় ছিলেন বাবুল হেসেন, বেলায়েত হোসেন লিটন ও শফিকুল ইসলাম মন্টু। ফলাফল – সদরপুর ২, নগরকান্দা ০।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”