বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, সকাল ৭:৫০

শিক্ষা প্রতিষ্ঠানে ফরিদপুর নগরকান্দায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা : একটি কলেজ, একটি মাদরাসা ও চারটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ৪ মার্চ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের নগরকান্দা উপজেলায়। ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলো
চাঁদহাট বাজার উচ্চ বিদ্যালয়,কৃষ্ণপুর পুর্বকান্দি উচ্চ বিদ্যালয়,কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়,এম এ শাকুর মহিলা কলেজ,মনোহরপুর দাখিল মাদরাসা,মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ২ আসনের এমপি জাতীয় সংসদ সদস্য জনাব, শাহদাব আকবর চৌধুরী লাবু। চাঁদহাট উচ্চ বিদ্যালয়ে আরিফুর রহমান পথিক তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার,সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক, থানা অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক সহ আরও অনেকে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এমপি জনাব, শাহদাব আকবর চৌধুরী লাবু।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”