ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারো অনলাইনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু করেছে নির্বাচন কমিশন। ফলে এখন থেকেই অনলাইনে নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করে এনআইডি কপি সংগ্রহ, সংশোধন, আবেদন ও নতুন ভোটার নিবন্ধন করা যাবে। একই সাথে এসএমএস করে এনআইডি নম্বরও জেনে নেওয়া যাবে। কয়েকদিনের পরীক্ষামূলক কার্যক্রম শেষে আজ থেকে অনলাইনে সেবা দিতে প্রস্তুত বলে অনলাইন ব্রিফিং-এ জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম এক ব্রিফিং-এ তিনি বলেন, সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদে যাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তারা অনলাইনে সেবা পাবে। অনলাইনে ও মেসেজে প্রাপ্ত পরিচয়পত্র নম্বর বা অনলাইন কপি দিয়ে একজন নাগরিক সাধারণ এনআইডি কার্ডের মতোই সেবা পাবেন।
এনআইডি ডিজি আরও জানান, অনলাইন, এসএমএস ও অন্যান্য মাধ্যমে লকডাউনের সময়ে নিবন্ধিত ভোটার জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ করতে পারবেন। এনআইডি নম্বর সংগ্রহ, এনআইডি সংশোধন, হারানো জাতীয়পত্রের জন্য আবেদন ও নতুন ভোটার নিবন্ধন কার্যক্রমও চলবে। নতুন ভোটারদের পরবর্তীতে সুবিধাজনক সময়ে বায়োমেট্রিক নেয়া হবে বলেও জানান তিনি।
এনআইডি হেল্পলাইন কল সেন্টারে ১০৫ নম্বরে ফোন করে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সেবা পাওয়া যাবে। অনলাইনে সেবা পেতে এনআইডি ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত তথ্য দিয়ে সেবা নেওয়া যাবে।
যেসব সেবা পাওয়া যাবে
ক. জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ (ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন কিন্তু এনআইডি কার্ড পাননি)
খ. জাতীয় পরিচয়পত্র নম্বর সংগ্রহ
গ. জাতীয় পরিচয়পত্র সংশোধন
ঘ. হারানো জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন
ঙ. নতুন ভোটার নিবন্ধন
চ. এসএমএস সেবা