শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২২

নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিখোঁজের দুই দিন পর সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদী থেকে মনির হোসেন (১৮) নামের এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার রূপপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মনির হোসেন শাহজাদপুর উপজেলার পৌর সদরের রূপপুর পুরানপাড়া গ্রামের রিকশাচালক মো. হারুন অর রশিদের ছেলে। তিনি শাহজাদপুর মওলানা সাইফ উদ্দিন এহিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
স্বজনদের বরাত দিয়ে শাহজাদপুর থানার ওসি জনাব, নজরুল ইসলাম মৃধা জানান, গত বৃহস্পতিবার দুপুরে বন্ধুদের সঙ্গে নৌকায় বেড়াতে যান মনির। রাতে বন্ধুদের সবাই বাড়ি ফিরে এলেও তিনি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ সকালে মাছ ধরতে গিয়ে জেলেরা মনিরের লাশ নদীতে ভাসতে দেখে বাড়িতে খবর দেন।
ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।