মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১:২৭

এক বছর কারাদণ্ড মাদকসেবীর।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে বুধবার বিকালে কুষ্টিয়ার দৌলতপুরের তারাগুনিয়া এলাকায় এক মাদকসেবীকে এক বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত লিখন আলী রাগুনিয়া ফিল্ডপাড়া এলাকার বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত জানায়, খবর পেয়ে তারাগুনিয়া ফিল্ডপাড়া এলাকায় উপস্থিত হয়ে মাদক সেবনরত অবস্থায় লিখন আলীকে আটক করা হয়। এ সময় অপর একজন পালিয়ে যায়। পরে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় লিখন আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, মো. আব্দুল জব্বার জানান, জনস্বার্থে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।