ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইলিশ ধরার অপরাধে এবং নিষেধাজ্ঞা অমান্য করায় ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করা হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও রুম্পা সিকদার এ অভিযান পরিচালনা করেন। আটককৃত তিন জেলের প্রত্যেককে ২০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানের সময় ২৪ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৫ কেজি মা ইলিশ জব্দ করে মৎস্য বিভাগ। জব্দ করা জাল সুগন্ধা নদীর তীরে ডিসি পার্কে পুড়িয়ে নষ্ট করা হয়। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, নিষেধাজ্ঞার মধ্যেও নদীতে জাল ফেলে মাছ ধরার সময় নলছিটি উপজেলার মগড় এলাকার সুগন্ধা নদী থেকে রবিউল খান, সুরুজ খন্দকার ও মো. মিজান নামে তিন জেলেকে আটক করা হয় এবং অভিযান টের পেয়ে অন্য জেলেরা জাল রেখে পালিয়ে যান।