রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ২:০০

আগুনে পুড়ল ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ময়মনসিংহের গফরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৯ অক্টোবর) ভোরে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের অললী গ্রামের বাঁশতলা বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত গেলেও রাস্তার জন্য গাড়ি নিয়ে ঘটনাস্থলে যেতে পারেননি। পরে হেঁটে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নেভানো হয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন, সম্ভবত বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দোকানগুলো টিন ও কাঠের তৈরি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানো হয়।