ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তানভীর আরেফিন (২০) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। আরেফিন মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার স্পেন প্রবাসী দম্পতি মোজাম্মেল হকের ছেলে। বর্তমানে হাজারীবাগ থানার ১৯০ পুরাতন পশ্চিম ধানমন্ডির মামা ঐশিক আনছারীর বাসায় থেকে পড়াশোনা করতেন তিনি। তিন ভাইয়ের মধ্যে ২য় জমজ ভাইয়ের মধ্যে সে একজন।
সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।