রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৩:৫৯

লাশ উদ্ধার এক শিশুর।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি কুয়া থেকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পূর্ব ঘিলাভূই গ্রামে আয়েশা খাতুন নামে দুই বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বিশুদ্ধ পানির ওই কুয়া থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি উদ্ধার হয়। আয়েশা ওই গ্রামের বাদশা মিয়ার কন্যা।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পূর্ব ঘিলাভূই গ্রামের বাদশা মিয়ার বসতভিটার সামনে বিশুদ্ধ পানির জন্য নির্মিত কুয়াতে শিশুটির লাশ রহস্যজনকভাবে ভেসে ছিল। প্রথমে ৯৯৯-এর মাধ্যমে পুলিশ বিষয়টি জানতে পারে। পরে উপজেলা ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. শাহিনুজ্জামান খান বলেন, আমরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।