ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গোসল করতে নেমে রাঙামাটির কাপ্তাই হ্রদে এক পর্যটক নিখোঁজের ৪ ঘণ্টা পর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। নিহত রুবায়েত রশিদ (২৬) চট্টগ্রামের কাট্টলী এলাকার বাসিন্দা। শনিবার দুপুরে পর্যটন এলাকা দারোগা পাহাড় নামক এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
রাঙামাটির কোতোয়ালি থানার এসআই আশরাফ হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি, প্রায় ৪ ঘণ্টা চেষ্টায় নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। লাশ রাঙামাটি সদর হসপাতালে নেওয়া হয়েছে। পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।