ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঘুমন্ত অবস্থায় কুমিল্লার দেবিদ্বারে এক ব্যক্তির যৌনাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে স্বামীর পরিবার ও স্থানীয়রা পিটিয়ে আহত করে। পরে হাত-পা বেঁধে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোর ৪টার দিকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধানগর গ্রামে এই ঘটনা ঘটে।
দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, কমল কৃষ্ণ ধর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেছেন, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।