সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪৪

এক কলেজ ছাত্রের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফেরার পথে যশোরের অভয়নগরে মোটরসাইকেল দুর্ঘটনায় তামিম মাহমুদ (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তামিম উপজেলার বুইকারা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলমগীর হোসেনের ছেলে, নিহত তামিম মাহমুদ পায়রা হাট ইউনাইটেড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় তামিম নামে এক যুবকের মৃত্যুর খবর জানতে পেরেছি। এ ব্যাপারের যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।