রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৮:৫৪

মরদেহ উদ্ধার নদী থেকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্রোতে নৌকা ডুবে রাঙামাটির লংগদুতে নিখোঁজের ছয় ঘণ্টা পর এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের নাম সাদিয়া আক্তার। সে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
গতকাল বুধবার বিকেলে মাইনীমুখ বাজার এলাকায় মাইনী নদীতে ফুফাতো বোনের সঙ্গে নৌকা চড়ে সে। প্রবল স্রোতে নৌকা ডুবে সাদিয়া নদীতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন নিখোঁজের খবর শুনে অনেক খোঁজাখুঁজির পর রাত ৯টার দিকে ঘটনাস্থলের ৬০ থেকে ৭০ গজ দূর থেকে তার মরদেহ উদ্ধার করে।
লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, আরিফুল আমিন বলেন, আমরা বিষয়টি শুনেছি। মাইনী নদীতে সাদিয়া নিখোঁজ হওয়ার পর স্থানীয়রা রাত ৯টার দিকে তার লাশ উদ্ধার করে এবং পরিবারের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।