রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ২:৪০

একজনের মৃত্যু হয়েছে ভবন থেকে পড়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ভবনের ওপর থেকে নিচে পড়ে রাজধানীর শাহবাগে আব্দুর রশিদ মোল্লা (৫০) নামের এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার (২৭ জুলাই) রাতের দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, একটি ভবনে রং করার সময় অসাবধানতাবশত এক রংমিস্ত্রি ওপর থেকে নিচে পড়ে যান। পরে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।