ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকচাপায় দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন, আর এই ঘটনা নেত্রকোনার পূর্বধলা শ্যামগঞ্জ সড়কে। আজ সোমবার সকালে এই ঘটনা ঘটে। এ সময় অটোরিকশা চালক জুনায়েদ ও অটোরিকশার অপর যাত্রী ফজলু মিয়া গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নাজমুস সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি আটক রয়েছে। তবে চালক পালিয়ে গেছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।