বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ১১:৫৮

মাকে কুপিয়ে জখম।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কলেজ পড়ুয়া মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পিরোজপুরের স্বরূপকাঠিতে ঘরে ঢুকে মেয়ের মাকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রাহুতকাঠি গ্রামে। কলেজ ছাত্রীর মা আহত হয়ে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পুলিশ আজ শনিবার এ ঘটনায় সাইদুল (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করে পিরোজপুর আদালতে প্রেরণ করেছে।
এ বিষয়ে ১৪ জুলাই ছাত্রীটির বাবা মো. আসলাম বাদী হয়ে নেছারাবাদ থানায় একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি (তদন্ত) মো. সোলায়মান জানান, মামলায় এজাহারভুক্ত নামীয় আসামি সাইদুল নামের একজনকে শনিবার গ্রেপ্তার করে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।