ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চারজন মারা গেছেন বগুড়ায় সড়ক দুর্ঘটনায় । আজ শনিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮টায় কাহালু উপজেলার কালিয়ারপুকুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন টগর আলী (৩০), তানসেন (৬০) ও আব্দুর রহমান (৩৫)। এ ছাড়া প্রাইভেট কারের চালকও মারা গেছেন। তার নাম জানা যায়নি।
কাহালু থানার ওসি জনাব, আম্বার হোসেন ও কাহালু ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর রুবেল রানা জানান, শনিবার সকাল আনুমানিক সাড়ে ৮টায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।