শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৩:০৫

সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অজ্ঞাত যানবাহনের চাপায় সিরাজগঞ্জের তাড়াশে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা পিকআপের চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের উপজেলার বড়বিল এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পিকআপচালক নাটোরের গুরুদাসপুর উপজেলার দত্তকানাই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে কিরণ মৃধা (২৮) ও সিরাজগঞ্জ সদরের রেলওয়ে কলোনীর মৃত দুলু শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৪৭)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি জনাব, লুৎফর রহমান জানান, নিহতের লাশ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।