ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মাদারীপুরের রাজৈর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের আলমদস্তা নামক স্থানে চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার সকালের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।
নিহতরা হলেন- নওগাঁ জেলার পোরশা উপজেলার গাংগোরিয়া গ্রামের রইচ মিয়ার ছেলে পিকআপের চালক সাদ্দাম (২২) এবং একই এলাকার সিরাজ উদ্দিনের ছেলে আম ব্যবসায়ী খায়রুল (৪৫)। পুলিশ দুজনের লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে প্রেরণ করেছে।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার এসআই রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা লাশ দুটি উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।