ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : লরিচাপায় রিফাত (২০) নামে ময়মনসিংহের গফরগাঁওয়ে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় নিহতের ভাই আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে গফরগাঁও-ভালুকা সড়কের শিবগঞ্জ টাওয়ারের মোড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব, ফারুক আহম্মেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।