ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুতের পাওয়ার গ্রিডে আগুন লেগেছে, গাজীপুরের চান্দনা চৌরাস্তায়। আগুন লাগার পর প্রায় এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে বৈদ্যুতিক সার্কিট ব্রেকার বিস্ফোরণে এই আগুন লাগে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ ঘটনার পর থেকে শহরের একাংশে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে। তবে আগুনে পুড়ে গেছে সার্কিট ব্রেকারসহ অন্যান্য মালামাল।