ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বুধবার দুপুরে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় বন্যার পানিতে ডুবে তাসিম নামে দেড় বছরের এক শিশু মারা গেছে। উপজেলার চাকুয়া ইউনিয়নের বল্লী গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি গ্রামের ইয়াহিয়া মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খালিয়াজুরীর ইউএনও জনাব, এএইচএম আরিফুল ইসলাম জানান, মারা যাওয়া শিশুটির পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।