ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে লক্ষ্মীপুরে বন্ধন আহমেদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) বিকেলে সদর উপজেলার বাদামতলী এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে তিনি দুর্ঘটনায় আহত হন। ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোস্তফা কামাল বলেন, ঘটনাটি আমার জানা নেই। কেউ আমাদের জানায়নি।