ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মেঘনা শিল্পাঞ্চলের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আর এই ঘটনা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের টিপরদী এলাকায়। আজ সোমবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের কোন তথ্য এখনি বলা যাচ্ছে না।