রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১:০০

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকচাপায় চাঁদপুরের কচুয়ায় সফিকুল ইসলাম নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে কচুয়া-সাচার-গৌরীপুর সড়কের বায়েক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি সাচার পুলিশ ক্যাম্পের এসআই মো. আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন। তিনি জানান, সফিকুল ইসলাম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার হোসাইননগর গ্রামের আবুল হাসেমের ছেলে।
কচুয়া থানার ওসি জনাব, মো. মহিউদ্দিন জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।