বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৪৫

তিনজন নিহত কাভার্ড ভ্যানের চাপায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর রায়পুরা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান ফুটপাতে উঠে যাওয়ায় তিন সবজি বিক্রেতা নিহত হয়েছেন। ওই সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় আরো ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় উপজেলায় মুছাপুর ইউনিয়নের মাহমুদাবাদ মেশিনঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোজাম্মেল হোসেন।
এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।