ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বালি উত্তোলন করতে গিয়ে নাটোরের সিংড়ায় মাটি ধসে শফিকুল ইসলাম (৩২) নামে একজন শ্রমিক নিহত হয়েছেন। তিনি উপজেলার কুড়িপাকিয়া ধাপকুড়াইল গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে। ঘটনাটি ঘটেছে সুকাশ ইউনিয়নের বেলগাড়ি মসিন্দা গ্রামে। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাস্তার সংস্কারকাজের অংশ হিসেবে রাস্তার পাশ থেকে বালি উত্তোলন করা হচ্ছিল। শুক্রবার বেলা ১২টার দিকে বালি উত্তোলনের সময় পানি আনতে যান শ্রমিক শফিকুল। এরপর থেকে তার খোঁজ মিলছিল না। প্রায় ছয় ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে মাটির নিচে থেকে তার লাশ উদ্ধার করা হয়। মাটি ধসে তিনি চাপা পড়েন। পরে স্থানীয়রা তার পরিবারে খবর দেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সিংড়া থানার ওসি জনাব, নূর-এ-আলম সিদ্দিকী মাটিচাপায় শ্রমিক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।