ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সন্ধ্যা নদীতে বরিশালের বানারীপাড়ায় গত ১৯ জুন রবিবার ইলিশ মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে আহত হন জেলে রিয়াজ (২০)। এরপর নৌকা থেকে পড়ে নিখোঁজ হন তিনি। নিখোঁজের প্রায় ৫২ ঘণ্টা পর তার মরদেহ নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেলো। গতকাল মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সন্ধ্যা নদীর বাংলাবাজার এলাকার খালের মুখে রিয়াজের ভাসমান লাশ তার মামা খোকন দেখতে পেয়ে লোকজন নিয়ে উদ্ধার করেন।
এদিকে স্থানীয় ইউপি সদস্য জামাল হোসেন জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ও মরদেহ থেকে দুর্গন্ধ বের হওয়ায় প্রশাসনের অনুমতি নিয়ে লাশ দাফনের কথা রয়েছে।