রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ২:৪০

বজ্রপাতে নেত্রকোনার কেন্দুয়ায় কৃষকের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হাওর থেকে গরু আনতে গিয়ে নেত্রকোনার কেন্দুয়ায় বজ্রপাতের শিকার হয়ে তাজ্জত আলী (৪০) নামে এক কৃষকের মুত্যু হয়েছে। তাজ্জত আলী উপজেলার মোজাফরপুর ইউনিয়নের বড়তলা গ্রামের মৃত রূপচান মিয়ার ছেলে।
ঘটনাটি ঘটেছে সোমবার (১৩) দুপুর ১২টার দিকে বাড়ির পাশের ভেঙ্গুরা হাওরে। বিষয়টি নিশ্চিত করে গ্রামের এমরান মিয়া জানান, দুপুরে বৃষ্টিপাত শুরু হলে হাওর থেকে গরু আনতে যায় কৃষক তাজ্জত আলী।
এ সময় বজ্রপাতে তিনি আক্রান্ত হয়ে ক্ষেতে পড়ে থাকেন। রতন মিয়া নামে অন্য এক কৃষক তাকে এই অবস্থায় দেখতে পেয়ে বাড়িতে নিয়ে আসেন। পরে স্বজনরা পার্শ্ববর্তী তাড়াইল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাজ্জত আলীকে মৃত ঘোষণা করেন।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”