ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরে মো. রেজাউল (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিয়ালা মহল্লায় রেজাউল বিদ্যুৎস্পৃষ্ট হন। রেজাউল শিয়ালা মহল্লার মৃত বিল্লাতের ছেলে।
এদিকে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আশিষ কুমার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর রেজাউলকে দ্রুত জেলা হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল করিম বলেন, এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।