শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২৪

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক দোকানির।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক হোসেন (৪৬) নামে এক মুদি দোকানি মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা মোড় এলাকায় ঘটনাটি ঘটে। ফারুক ওই ইউনিয়নের দামদিপুর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।