মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:১৪

খেলতে গিয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বসতঘরে কানামাছি খেলতে গিয়ে মোস্তাকিম (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে আর এই ঘটনা ময়মনসিংহের তারাকান্দায়। গতকাল সকালে উপজেলার কাকনী ইউনিয়নের পঙ্গুয়াই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু পঙ্গুয়াই গ্রামের আবু হানিফের পুত্র।
তারাকান্দা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে বৃষ্টি থাকায় পঙ্গুয়াই গ্রামের আবু হানিফের পুত্র মোস্তাকিন তার ছোট তিন ভাই-বোনের সঙ্গে চোখ বেঁধে বসতঘরের খাটের ওপর কানামাছি খেলছিল। এসময় খাট থেকে মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হয় সে। এতে ঘটনাস্থলে মারা যায় শিশুটি।
তারাকান্দা থানার ওসি জনাব, আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।