ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : খেলা করতে করতে চাঁপাইনবাবগঞ্জ শহরে বাড়ির পেছনে ডোবার পানিতে ডুবে দিদার (৫) ও তিশা (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার পৌর ১৩ নম্বর ওয়ার্ডের টিকরামপুর এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। সম্পর্কে শিশু দুজন চাচাতো ভাইবোন। দিদার ওই মহল্লার মো. দেলোয়ারের ছেলে ও তিশা একই মহল্লার মো. হোসেনের মেয়ে।
সদর থানার ওসি জনাব, মোজাফফর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে ডোবা থেকে তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।