ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোটরসাইকেলের ধাক্কায় বগুড়ার শেরপুরে বিনোদ সরকার (৩০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। তিনি উপজেলার বিশালপুর ইউনিয়নের কামাল খান গ্রামের জগন্নাথ সরকারের ছেলে। ২৭ মে মধ্যরাতে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে একই ইউনিয়নের স্থানীয় রানীরহাটের সিরাজগঞ্জ মোড়ে দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।
ঘটনাটি সম্পর্কে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত ভ্যানচালককে ধাক্কা দেওয়া মোটরসাইকেল ও চালককে শনাক্ত করতে কাজ শুরু করা হয়েছে। এছাড়া এই ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।