ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকচাপায় জুবায়ের হোসেন (৩০) নামে সিরাজগঞ্জে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় সঙ্গে থাকা অপর এক আরোহী আহত হয়েছেন। শনিবার (২১ মে) রাত ৯টার দিকে কড্ডার মোড়-বেলকুচি আঞ্চলিক সড়কের খিদির বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুবায়ের বেলকুচি উপজেলার রাজাপুর গ্রামের সোনা মল্লিকের ছেলে এবং আহত তিমির (১৪) একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
সদর থানার ওসি জনাব, নজরুল ইসলাম জানান, মোটরসাইকেল যোগে জুবায়ের ও তিমির রাজাপুরে যাচ্ছিলেন। তারা ঘটনাস্থলে পৌঁছলে একটি মিনি ট্রাক তাদের চাপা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন। আহত তিমিরকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।