ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনিক মিয়া (১৮) নামের এক ডেকোরেশন শ্রমিকের মৃত্যু হয়েছে তিনি বউভাতের অনুষ্ঠানে আলোকসজ্জা করতে গিয়েছিলেন। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় উপজেলার দেউলাবাড়ী গ্রামে।
স্থানীয়রা জানায়, ঘাটাইল পৌরসভার পলাশতলি এলাকার ফারুক হোসেনের ছেলে অনিক মিয়া। তিনি উপজেলার সদরের কালাম ডেকোরেটরে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। শনিবার বিকেলে উপজেলার দেউলাবাড়ী গ্রামের নয়াপাড়ায় একটি বউভাত অনুষ্ঠানের আলোকসজ্জা কাজ করতে যান তিনি। সন্ধ্যায় জেনারেটর থেকে আলোকসজ্জার বৈদ্যুতিক বাতিতে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন অনিক। পরে স্থানীয়রা দ্রুত ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।