ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উপজেলার সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমী মাঠে ২০ মে শুক্রবার বিকালে নগরকান্দায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২২ এর শুভ উদ্বোধন করেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহি অফিসার এন এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সামছুল হুদা এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, কোদালিয়া শহিদ নগর ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার জাকির হোসেন লিলু, পুরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির, এস এম আকরামুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া, পৌর ৭ নং ওয়ার্ডের কাউন্সিল জাকির হোসেন জাকারিয়া।
খেলায় যে দুটি দল অংশ গ্রহণ করেন চরযোশরদী ইউনিয়ন পরিষদ বনাম পুরাপাড়া ইউনিয়ন পরিষদ। (বালক- বালিকা অনুর্ধ ১৭) অংশগ্রহন করেন। খেলাটি পরিচালনা করেন আবু ইউনুস খান, রাহুল আল ফয়সাল, হাসিবুল হাসান রাজু। খেলায় পুরাপাড়া ইউনিয়ন একাদশ ১
চরযোশরদী ইউনিয়ন একাদশ ৩ গোল করে বিজয় লাভ করে।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”