শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৩:২৯

গৃহবধূর আত্মহত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সুলতানা বেগম (২৩) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে, আর এই ঘটনা নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের বাউশা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত ১টায় গৃহবধূ আত্মহত্যা করেছে।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসেন। সুলতানা বেগম বাউশা ইউনিয়নের রকিব আলীর স্ত্রী। নিহত সুলতানা বেগম বাউসা ইউনিয়নের নাদামপুর গ্রামের মৃত রহমত আলীর কন্যা।
এ ব্যাপারে এস আই সম্রাট আহমেদ জানান,
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে এবং নবীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে