শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২০

বস্তাবন্দি লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছোট্ট শিশু আরিয়ানকে না পেয়ে বাড়িসহ আশেপাশে ও স্থানীয় মসজিদে মাইকিং করেও হদিস মেলেনি। নকলা উপজেলার গৌড়দার ইউনিয়নের লাভা গ্রামের সজল মিয়ার একমাত্র ছেলে ছিল আরিয়ান।
অনেক খোঁজের পর বাড়ির সামনে গোয়াল ঘরের ইট খড় দিয়ে চাপা দেওয়া বস্তাবন্দি ছোট্ট শিশু আরিয়ানের লাশ উদ্ধার করা হয়।
এরপর নিথর দেহ নেওয়া হয় নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তখন কর্তব্যরত চিকিৎসক শিশু আরিয়ানকে মৃত ঘোষণা করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মো. মুশফিকুর রহমান জানান, আসামি গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।