রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১২:৫২

লরিচাপায় এক শিশু নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রবিবার বিকেলে নেত্রকোনা-মদন সড়কের স্বরমুশিয়া ইউনিয়নের সালকিমাটিকাটা এলাকায় লরিচাপায় মরিয়ম আক্তার তায়েবা নামে চার বছরের এক শিশু নিহত হয়েছে। সে সালকিমাটিকাটা গ্রামের মো. মোনায়েম মিয়ার মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির কাছে ওই সড়কের পাশে দাঁড়িয়ে শিশুটি মেশিন দিয়ে ধান মাড়াইয়ের কাজ দেখছিল। এ সময় একটি লরি শিশুটিকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আটপাড়া থানার ওসি জনাব, জাফর ইকবাল জানান, লরিটি জব্দ করা হয়েছে এবং তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।