ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি উপজেলার বাচোর ইউনিয়নের বাজে বকসা গ্রামের হাকিম রায়ের ছেলে সপিন রায় (৩০)।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সপিন কাঠমিস্ত্রির কাজ করতেন। শুক্রবার তাদের গ্রামের রাজকুমারের বাড়িতে কাজ করতে গেলে হঠাৎ মেশিন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
থানার ওসি জনাব, এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।