ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নৌ পুলিশের অভিযানে চাঁদপুর লঞ্চ টার্মিনালে বিপুল পরিমাণ গাঁজাসহ দুজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১০ মে) বিকেলে লঞ্চ টার্মিনাল এলাকায় ঘোরাঘুরি করার সময় তাদের প্রতি নৌ পুলিশের উপপরিদর্শক মো. বেল্লাল হোসেনের সন্দেহ হয়। শুধু তাই নয়, সেখানে থাকা সিসিটিভির ফুটেজেও এমন দৃশ্য ধরা পড়ে। এসময় তাদের সঙ্গে থাকা একটি সাইডব্যাগসহ এই দুজনকে পাশের নৌ থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে ব্যাগ খুলে তাতে বিপুল পরিমাণ গাঁজার সন্ধান মেলে।
চাঁদপুরে নৌ পুলিশের সুপার জনাব, মোহাম্মদ কামরুজ্জামান জানান, আটক হওয়া মো. ইয়াসিন (৩৫) ও আসমা আক্তার (৩০) উভয়ে স্বামী ও স্ত্রী দাবি করেছেন। তাদের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায়। পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, কুমিল্লার সীমান্ত এলাকা থেকে হাত বদল হয়ে এই গাঁজার চালান তাদের কাছে পৌঁছে।
এদিকে, নৌ পুলিশের হাতে গাঁজাসহ দুজন আটকের ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। পরে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।