রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১২:২৩

বিধবার বসতঘর আগুনে পুড়ল।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঈদের রাতেই চট্টগ্রামের সন্দ্বীপে কপাল পুড়েছে ৮০ বছরের বৃদ্ধা আজিজা খাতুনের, মঙ্গলবার দিনগত গভীর রাতে বিধবা আজিজার বসতঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় তিনি মেয়ের বাড়িতে ছিলেন।
মঙ্গলবার রাতে এ অগ্নিকাণ্ডটি ঘটে সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কালু মিছার বাড়িতে। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ক্ষতিগ্রস্তরা জানান, নগদ টাকা, স্বর্ণালংকারসহ আগুনে তাদের পরিবারের ক্ষতির পরিমাণ প্রায় পঞ্চাশ লাখ টাকা।