রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৪:৪২

বাবার ওপর অভিমানে ছেলের আত্মহত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঈদ উপলক্ষে মোটরবাইক না পেয়ে জামালপুরের সরিষাবাড়ীতে ছেলের আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। বুধবার (৪ মে) রাত ৮টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল নদীপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে সরিষাবাড়ি থানার এস আই আব্দুল করিম বলেন, ঈদ উপলক্ষে বাবার কাছে মোটরবাইক চালাতে চায় ছেলে। মোটরবাইক চালাতে না দিলে বাবার ওপর অভিমান করে সজিব মিয়া নামে এক কিশোর আত্মহত্যা করে। খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়। পরিবারের কারো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।