ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সোমবার দুপুরে বাগেরহাটের শরণখোলায় টমটম উল্টে চালক রফিকুল ইসলাম (২৮) নিহত হয়েছে। উপজেলার রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ধানসাগর ইউনিয়ন পরিষদের রাজাপুর ওয়ার্ড মেম্বার তালুকদার হুমায়ূন করীম সুমন জানান, উপজেলার নলবুনিয়া পহলানবাড়ী এলাকার নুরু শাহের পুত্র রফিকুল ইসলাম তার একটি টমটমে সোমবার দুপুরে গাছ বোঝাই করে নিয়ে যাওয়ার সময় টমটমের চাকা ফেটে টমটমটি রাস্তার উপরে উল্টে যায়। ফলে রফিকুল গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এলাকাবাসী লাশ উদ্ধার করে নিহতের বাড়ি নিয়ে যায়।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ জনাব, মো: ইকরাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।