মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:১৪

সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোটরসাইকেল আরোহী দুই বন্ধু একসঙ্গে বাড়ি ফেরার সময় এক বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে, আর এই ঘটনা নাটোরের বড়াই গ্রামে। আহত হয়েছে অপরজন। রবিবার বিকাল ৫টার দিকে উপজেলার বনপাড়া বাজার থেকে তিরাইল নিজ এলাকায় ফেরার পথে কালিরঘুন এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়।
এ সময় হৃদয় গায়েন (১৭) নামে এক বন্ধুর চোখের ভেতর গাছের ডাল ঢুকে যায় ও তা মাথার পেছন ভেদ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত হৃদয় উপজেলার তিরাইল পূর্বপাড়া এলাকার কহির গায়েনের ছেলে। আহত অপর বন্ধুর নাম সিরাজ হোসেন (১৮)। সে ওই একই এলাকার হালিম সেখের ছেলে। তাকে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রাম থানার ওসি জনাব, আবু সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।