শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৪

মোটরসাইকেল চালকের প্রাণ গেল বাসচাপায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাসচাপায় মোহামুদুল্লাহ (১৬) নামে এক মোটরসাইকেল চালক কিশোরের মৃত্যু হয়েছে, আর এই ঘটনা সিরাজগঞ্জের এনায়েতপুরের। শুক্রবার রাতে বেলকুচি উপজেলাধীন আজুগড়া জামাত মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোহামুদুল্লাহ এনায়েতপুর থানাধীন বেতিল গ্রামের মাওলানা রফিকুল ইসলামের ছেলে। সে বেতিল মহিউসসুন্নাহ মাদরাসার শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়কের আজুগড়া জামাত মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ওই মোটরসাইকেলচালক কিশোর গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ড্যাফোডিল ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের স্বজনরা তাকে ক্লিনিক থেকে বাসায় নিয়ে যায়।
বেলকুচি থানার এসআই নূর আলম জানান, নিহতের লাশ তার বাড়িতে রয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।