ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে খুলনার ডুমুরিয়ায় খুটোখালী খাল থেকে। এ ঘটনায় তিন কিশোরকে পুলিশ আটক করেছে। মঙ্গলবার ২৬ এপ্রিল বিকেলে উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের ধানিবুনিয়া গ্রামের খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওসি জনাব, শেখ কনি মিয়া বলেন, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় তিন কিশোরকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।