শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:০৫

দুই মোটরসাইকেল আরোহীর দুর্ঘটনায় প্রাণ গেল।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন, আর এই ঘটনা রাঙামাটি শহরের জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের সামনে। নিহতরা হলেন- মো. ইসা রুহুল (৩৮) ও মো. দাউদুল হাসান (৩৮)। নিহত দাউদের গ্রামের বাড়ি ভোলা জেলা সদরের কালিবাড়ি রোড এলাকায় এবং ইসা রুহুলের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরের গোবিন্দপুর এলাকায়।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম জানিয়েছেন, একটি দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুজন ঘটনাস্থলেই মারা গেছেন। বাসটিকে আটক করা হয়েছে, পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা করছি আমরা। নিহতদের মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে।