ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দ্রুতগতির ইটবাহী লরির চাপায় সাতক্ষীরার তালায় প্রাণ গেল ঈশান শীল (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের। নিহত ঈশান শীল আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মশিয়াডাঙ্গা গ্রামের পঙ্কজ শীলের ছেলে ও মশিয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
রবিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় তালা উপজেলার খেশরা ইউনিয়নের মেশেরডাঙ্গা মোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তালা থানার ওসি জনাব, আবু জিহাদ ফকরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবার লিখিত দিয়েছেন। তাঁরা কোনো মামলা বা ময়নাতদন্ত করতে আগ্রহী নয়। সে জন্য ময়নাতদন্ত ছাড়াই শিশু ঈশানের লাশ সৎকারের জন্য পরিবারের কাছে দেওয়া হয়েছে।